March 5, 2021, 10:54 pm
ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টিফোরের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি রাত ৮ টায় সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক এজিএস মাইনুল হোসেন চপল, ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টি ফোরের আইন উপদেষ্টা এডভোকেট মোঃ আব্দুল জব্বার মামুন, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আবু নাসের রতন, সিনিয়র সাংবাদিক অপু , হোয়াট নিউজের নির্বাহী সম্পাদক ও বাংলার চোখের জেলা প্রতিনিধি ইফতেহার রিফাত, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষীগন উপস্থিত ছিলেন।
আতশ বাজি ফুটিয়ে, ফানুস উঁড়িয়ে , কেক কেটে অনুষ্ঠান শুভারম্ভ এবং নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টি ফোরের প্রকাশক – সম্পাদক নাজিম উল্লাহ নাজু এবং নির্বাহী সম্পাদক আরাফাত আহমেদ অনলাইন পত্রিকাটির প্রকাশনায় সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। এ সময় তারা ৩য় বছরে পদার্পণ উপলক্ষে অনলাইনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
Leave a Reply