March 5, 2021, 8:04 pm
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় মহামারি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করেছে জেলার স্বাস্থ্য বিভাগ।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উদ্বোধনের পর প্রথম টিকাটি গ্রহণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। জেলা প্রশাসকের পরে টিকা গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।
রোববার সকাল পর্যন্ত তিন হাজার ১৭ জনের নিবন্ধন করেছেন।
টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply