March 5, 2021, 3:51 pm
আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি। বাছাই ৪ ফেব্রুয়ারি, আর মনোনয়ন প্রত্যাহারের তারিখ ১১ ফেব্রুয়ারি। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পঞ্চম ধাপের পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন-ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেন, এ ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে। সচিব জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেয়া হবে।
দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোট হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply