March 5, 2021, 10:11 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আ. লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল বলেন, মাননীয় আইনমন্ত্রীর সহায়তায় আখাউড়া পৌরসভায় উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে আমি নির্বাচিত হলে সেই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরেই এলাকা ও দলের জন্য আমি কাজ করছি। দল আমাকে মূল্যায়ন করেছে। এখন দলের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবো।
কাজল একবার উপ-নির্বাচনে ও আরেকবার ‘পূর্ণাঙ্গ’ নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন। আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন হিসেবে তিনি পরিচিত। মন্ত্রীর হাত ধরে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করে ও বেকারদের চাকরি দিয়ে মানুষের আস্থা অর্জন করেন।
রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজল সড়ক বাজারের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন। এ সময় তিনি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য দলের সকল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
এ সময় কাজল বলেন, আইনমন্ত্রী মহোদয় আমাকে বলেছেন পৌরসভার মেয়র পদে নির্বাচনে দ্বিতীয়বারের মতো আমাকে নৌকা দেওয়া হলো। আগামীতে আমি নৌকা প্রতীক বরাদ্দ পাব না। যে কারণে আমি সবাইকে জানিয়ে দিতে চাই আগামীতে মেয়র পদে আর নির্বাচন করব না।’ নৌকার বিরুদ্ধে যেসব প্রার্থী মাঠে থাকবেন তাদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্যও আহবান জানান।
এদিকে তাকজিল খলিফা কাজলের পাশাপাশি আওয়ামী লীগ থেকে আরো চার বিদ্রোহী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুধুমাত্র দল মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন আব্দু।
রবিবার সর্বশেষ সময় নাগাদ মেয়রসহ তিনপদে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার ২৬ জানুয়ারি, ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে আখাউড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়র মো. নূরুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী ভূঁইয়া, সদস্য মোবারক হোসেন রতন ও যুবলীগ কর্মী মো. শফিকুল ইসলাম। রবিবার জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জিল্লুর রহমান উপস্থিত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
Leave a Reply