January 17, 2021, 2:04 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের ষ্টেশন রোডের বিসমিল্লাহ্ মেডিকেল হল নামে একটি ফার্মেসীতে দোকানের পিছনের দেয়াল ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা ও ফ্লেক্সিলোড/ বিকাশের ৫ টি মোবাইল নিয়ে গেছে চোরেরা।
৫ জানুয়ারি মঙ্গলবার দিনগত রাত ১২ টার পর যেকোন সময়ে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয় দোকানদারগনসহ চুরি হওয়া দোকান মালিকের।
দোকান মালিক ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ আলমগীর মিয়া জানান, আমার ফার্মেসির দোকানে ঔষধের পাশাপাশি আমি ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসায়ও করি। দিনগত রাত ১২টায় দোকানের ক্যাশ ড্রয়ারে টাকা ও মোবাইলগুলো রেখে শাটার তালা দিয়ে বাড়ি চলে যাই। পরদিন সকাল আনুমানিক ৮ টায় আশেপাশের দোকানদারদের মাধ্যমে খবর পেয়ে এসে দোকান খুলে দেখি পিছনের দেয়াল ভাঙ্গা। ড্রয়ার খুলে দেখি ২ লক্ষ টাকাসহ ৫ টি মোবাইল নেই। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক আবদুল মোত্তালিব জানান, এটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ। আমাদের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply