January 17, 2021, 3:26 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইলে অনলাইনে ক্রিকেট জুয়া খেলার সময় ১০ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬:৪৫ টায় উপজেলার আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খাটিংগা মধ্যপাড়ার সাইফুল ইসলাম (২৬), কামালমোড়ার রুবেল মিয়া (২৩), বিটি দাউদপুর তাজুল ইসলাম (৩৪), মুকুন্দপুরের সেলিম মিয়া (৩২), বিটি দাউদপুরের আব্দুল লতিফ (৫২), অলিপুরের হামদু মিয়া (৪০), খাটিংগার হুমায়ুন কবির (২৮) এবং সুমন মিয়া (৩২), মাধবেরবাগের ফারুক মিয়া (৩৩) এবং জামাল (৩৩)।
জুয়াড়িদের কাছ থেকে জুয়ার নগদ ৩৩ হাজার ৪২০ টাকা, জুয়া খেলার টাচ স্কিন মোবাইল ১১ টি ও ১ টি টিভি উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬:৪৫ টায় উপজেলার আউলিয়া বাজার এলাকায় র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযান পরিচালনা করেন, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন।
এই ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply