March 5, 2021, 10:33 pm
স্টাফ রিপোর্টার :: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’কে সমর্থন করে মাঠে কাজ করার অঙ্গীকার করেছে জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা জামাল রানা সমর্থিত নেতাকর্মীরা।
গতকাল রবিবার সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠণিক সম্পাদক জামাল রানার সভাপতিত্বে ও জাপা নেতা শেখ মো. ইয়াছিনের সঞ্চালনায় এক সমাবেশে এ সমর্থন ও প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, উপ-প্রচার সম্পাদক স্বপন রায়, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম আহবায়ক মনির হোসেন দেলোয়ার, জসীম উদ্দিন জমসেদ, সদস্য তাজুল ইসলাম, আবদুল্লাহ, নারী সমাজ সভানেত্রী রুমানা আক্তার।
Leave a Reply