March 5, 2021, 10:24 pm
ফায়েজুল্লাহ শিহাবঃ কাতার ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রিমিয়ার ডিভিশন T20 খেলায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব তাদের ২য় খেলায় জয়ের ধারা অব্যাহত রেখেছে ডিফেনডিং চ্যাম্পিয়ান টিম Salax XI কে ৬ উইকেট এ পরাজিত করে | বাংলাদেশ ক্রিকেট ক্লাব টসে হেরে প্রথমে বল করতে যায় | দলে ওপেনার বলার ফায়েজউল্লাহ সিহাব তার প্রথম ওবারে ২ উইকেট নিয়ে Salax XI কে বিপর্যয়ে ফেলে দেয়। তার পর একের পর এক উইকেট পতনে তাদের দলীয় সংগ্রহ দাড়ায় ১৮ ওভারে সব উইকেট হারিয়ে ১৩০ রান | Salax XI এর আনিল সর্বাধিক ২২ বলে ৩০ রান সংগ্রহ করেন | বাংলাদেশ ক্লাবে সিহাব নেন ৪ টি উইকেট, জিকু নেন ৪ টি উইকেট এবং লিটন নেন ২ টি উইকেট | জবাবে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে শুরুতেই টিটুর উইকেট হারায় কিন্তু রুমান আহমেদের ৪৩ বলে ৪৭ রানের লম্বা ইনিংসের সাথে জিকুর ১৬ বলে ২৪ রান জয় নিশ্চিত করে |
Man of the match নির্বাচিত হন বাংলাদেশ ক্রিকেট ক্লাবের জিকু বল হাতে ৪ উইকেট এবং বেট হাতে ২৪ রান করেন | এই জয়ে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের সেমিফাইনাল খেলা অনেকটা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন দলের কর্মকর্তাগন |
Leave a Reply