January 21, 2021, 12:23 pm
মো.সেলিম রেজাঃ দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সাংবাদিক জাবেদ রহিম বিজনকে হত্যার হুমকী দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীনগর প্রেসক্লাব।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হুমকীদাতাদের চিহ্নিত করে খুব দ্রুত বিচারের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
শুক্রবার (৮ নভেম্বর )দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন – আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের পক্ষে ফেসবুকের মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি এবং বিজনের হাত-পা কেটে ফেলাসহ হত্যার হুমকীতে সাংবাদিক সমাজ স্তম্বিত।
অবিলম্বে এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার না করলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচী দেবে বলে হুশিয়ারী উচ্চারন করা হয়। মানববন্ধনে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের নানা অপকীর্তির বিষয়ে গত ২৫শে অক্টোবর দৈনিক মানবজমিনে সংবাদ প্রকাশিত হয়। এরপরই সাংবাদিক জাবেদ রহিম বিজনকে হত্যা করতে দেড়কোটি টাকা বাজেট ঘোষনা করে ফেসবুকে হুমকী দেয় কাজলের সমর্থকরা।তার মানবজমিনের কয়েক’শ কপিও পুড়িয়ে ফেলে।
Leave a Reply