January 21, 2021, 12:12 pm
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত, হাসপাতালে ভর্তি।
জানা গেছে, উপজেলার হরষপুর ইউপির হাজীপুর গ্রামে আজ মঙ্গলবার সকালে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন পরিস্থিতি শান্ত আছে।
প্রত্যাক্ষদর্শীদের বয়ান মতে জানা যায়, বিগত শনিবারে বাজারে একই এলাকার পূর্বপাড়ার মুস্তু মিয়ার ছেলে আবেদ ও পশ্চিম পাড়ার শিশু মিয়ার ছেলে শরিফ মিয়ার মধ্যে হাতাহাতি। মীমাংসার জন্যে বিচার সালিশের পর রাতেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবং ঘটনার সুত্র ধরেই আজ মঙ্গলবার আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রায় ৩০ জন আহত হয়েছে এবং আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম সাংবাদিকদের জানান,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply